পিসিতে ইন্টারনেট ব্যবহারে ভাল ব্রাউজারের মধ্যে Google Chrome সবার শীর্ষে বলা চলে।কারণ অন্য সব ব্রাউজারের থেকে খুব দ্রুত ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম, তবে Mozilla firefox ও অনেকের কাছে প্রিয়। Google Chrome এর ভাল লাগার অন্যতম কারণ হচ্ছে Chrome web store. এই web store তে আপনার পছন্দের ও কাজের অনেক Extensions পাবেন যা আপনি চাইলেই অন্য কোন ব্রাউজারে পাবেন না, আর প্রটেক্ট সিস্টেম ও অন্য ব্রাউজার থাকে অনেক বেশী।
অনেকের কাছে Google Chrome এর Offline ভার্শন পেতে কষ্ট হয়, তাই আমি শেয়ার করলাম, যাদের আনলিমিটেড নেট থাকে তাদের তো কোন চিন্তা নেই, চিন্তা হল যারা লিমিটেড ইন্টারনেট প্যাক ব্যবহার করে, বার বার এমবি ব্যায় করতে ভাল লাগেনা। তবে ব্রাউজার ফাস্ট রাখতে চাইলে আপডেট দিয়ে ব্যবহার করা ভাল।
আরো একটি পোষ্টঃ নিজের ছবি এবং পছন্দের রঙ দিয়ে Google Chrome এর থিমস তৈরী করে ব্যবহার করুণ
Google Chrome Offline installer for Windows all accounts (64 bit) V. Latest [48.73 MB]
Google Chrome Offline installer for Windows all accounts (32 bit) V. Latest [44.72 MB]
শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে